ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত

ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল বন্ধ

প্রকাশ | ০৬ এপ্রিল ২০১৭, ০৮:৪০ | আপডেট: ০৬ এপ্রিল ২০১৭, ০৮:৪৬

টাঙ্গাইল প্রতিনিধি, ঢাকাটাইমস

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে ইঞ্জিনসহ আন্তঃনগর ট্রেন ‘লালমনি এক্সপ্রেস’র তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার ভোররাত তিনটার দিকে পাথাইলকান্দি রেলক্রসিংয়ের কাছে এই ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আছাবুর রহমান জানান, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন পার হওয়ার পরই পাথাইলকান্দি রেলক্রসিংয়ের কাছে ইঞ্জিনসহ এর তিনটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল বন্ধ .হয়ে যায়।

আছাবুর রহমান আরও বলেন, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই রুট ব্যবহার করে অনেক ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে আছে বলে জানান তিনি। খবর পেয়ে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওনা হয়েছে বলে জানান তিনি।

ঢাকাটাইমস/৬এপ্রিল/প্রতিনিধি/এমআর