এইচএসসি পরীক্ষার্থীকে আটক করে নির্যাতনের অভিযোগ

প্রকাশ | ০৬ এপ্রিল ২০১৭, ১২:১৫

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস

রাঙামাটির নানিয়াচরে এক এইচএসসি পরীক্ষার্থীকে আটক করে শারীরিক নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। পরীক্ষার্থীর নাম রমেল চাকমা।

পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) রাঙামাটি জেলার দপ্তর সম্পাদক বিপ্লব চাকমা আটক রমেল চাকমাকে পিসিপির নানিয়াচর থানা শাখার সাধারণ সম্পাদক দাবি করে সংবাদ বিজ্ঞপ্তিতে করা হয়।

ওই বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, রমেল চাকমা চলমান এইচএসসি পরীক্ষা দিতে নানিয়াচরে কলেজের কাছে বাসা ভাড়া নিয়ে পরীক্ষা অংশগ্রহণ করছেন।

বুধবার পরীক্ষা না থাকায় সকালে নানিয়াচর বাজার থেকে কিছু জিনিসপত্র নিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা আটক করে। এক পর্যায়ে তাকে ব্যাপক মারধর করা হয়। তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে পুলিশের কাছে হস্তান্তর করতে গেলে অবস্থা খারাপ দেখে পুলিশ রমেলকে গ্রহণ করেনি। পরে তাকে চট্টগ্রামে পাঠানো হয়।

নানিয়াচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বুধবার রাত ১২টার দিকে রমেল চাকমাকে থানায় আনা হয়। তার শারীরিক অবস্থা দেখে আমরা তাকে গ্রহণ করিনি। পরে তাকে চট্টগ্রামে পাঠনো করা হয়েছে।

(ঢাকাটাইমস/৬এপ্রিল/প্রতিনিধি/এলএ)