মির্জাপুরে ছয় দোকান পুড়ে ছাই

প্রকাশ | ১০ এপ্রিল ২০১৭, ১০:৩০

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস

টাঙ্গাইলের মির্জাপুরে আগুনে পুড়ে ছয়টি দোকান ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫-১৮ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি দোকানিদের।

সোমবার ভোর চারটার দিকে উপজেলা ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা বাজারে এ আগুন লাগে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ফায়ার সার্ভিস সদস্যরা ধারণা করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শেষ রাতে হঠাৎ ওই বাজারের একটি মোবাইল ফোন সার্ভিসিংয়ের দোকানে আগুন জ্বলে উঠে। নিমিষে আগুন পাশের এলপি গ্যাস সিলেন্ডার, শাড়ি কাপড়, মোবাইল ফোনের দোকানসহ ছয়টি ঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দুল্যা গ্রামের বাসিন্দা মো. রনি মিয়া জানান, ফায়ার সার্ভিস সদস্যরা সময় মতো না পৌঁছালে আগুনে সমগ্র বাজার পুড়ে যেত।

এ ব্যাপারে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. আতাউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধারণা করা হচ্ছে- মোবাইল ফোন সার্ভিসিং দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষতি নিরুপনের পর পরিমাণ জানা যাবে।

(ঢাকাটাইমস/১০এপ্রিল/প্রতিনিধি/এলএ)