লক্ষ্মীপুরে এনজিও কর্মকর্তাকে গুলির ঘটনায় গ্রেপ্তার দুই

প্রকাশ | ১১ এপ্রিল ২০১৭, ১৪:৫৭

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

লক্ষ্মীপুরের রামগঞ্জে এনজিও ‘বিজ’র মাঠ কর্মকর্তাকে গুলি করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে রামগঞ্জ থানা পুলিশ। সোমবার রাতে থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে নগদ ছয় হাজার নব্বই টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার ভাদুর ইউনিয়নের মধ্যপাড়া এলাকার আবু তাহেরের ছেলে পলাশ ও দেলোয়ার হোসেনের ছেলে মাসুম।

জানা যায়, গত রবিবার বিকালে উপজেলার ভাদুরের মধ্য রাজারামপুর গ্রামের পাটওয়ারী বাড়ির সামনে এনজিওকর্মী ইউনুছের গতিরোধ করে দুর্বৃত্তরা। পরে তার কাছে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। ব্যাগ দিতে না চাওয়ায় দুর্বৃত্তরা ইউনূসের বাম পায়ে গুলি করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা ইউনুছকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় রবিবার সকালে ‘বিজ’র ম্যানেজার গাজীউল হক সুজন একটি মামলা করেন। মামলায় গ্রেপ্তার দুই জনসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়।

আহত ইউনুছ দিনাজপুরের হাকিমপুর উপজেলার সাতনি গ্রামের আবদুস সাত্তার ছেলে।

রামগঞ্জ থানার উপপরিদর্শক মহসিন চৌধুরী জানান, রাতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি আরও তদন্ত করে দেখা হচ্ছে।

ঢাকাটাইমস/১১এপ্রিল/প্রতিনিধি/এমআর