এইচএসসির প্রশ্নফাঁস: দুই শিক্ষকের কারাদণ্ড

পটুয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ এপ্রিল ২০১৭, ১৮:৪৯

এইচএসসি পরীক্ষার হিসাববিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র ফাঁস করে শিক্ষার্থীদের অসদুপায় অবলম্বনে সহায়তা করার অভিযোগে পটুয়াখালীতে দুই শিক্ষককে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদাল। দণ্ডপ্রাপ্তদের দশ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ দাশ এ সাজা দেন।

দণ্ডপ্রাপ্ত শিক্ষক দুজন হলেন-পটুয়াখালী শহরের হাজী আক্কেল আলী কলেজের হিসাববিজ্ঞানের শিক্ষক খলিলুর রহমান ও ছোটবিঘাই হাজি মোক্তার আলী কলেজের কম্পিউটার শিক্ষক শফিকুল ইসলাম। তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, প্রশ্নপত্র ফাঁস করে উত্তরের নকল তৈরির সময় কলেজ বাউন্ডারির বাইরের একটি বাড়ি থেকে গোয়েন্দা পুলিশ ওই দুই শিক্ষককে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ দাশ আটক দুই শিক্ষককে দুই বছর বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করেন।

খলিলুর রহমান ওই কলেজের শিক্ষক হলেও শফিকুল ইসলাম জেলা শহর থেকে ২০ কিলোমিটার দূরের হাজি মোক্তার আলী কলেজের শিক্ষক। তার কোনো ডিউটি ছিল না ওই কেন্দ্রে। তিনি ফাঁস করা প্রশ্নপত্র দেখে উত্তরের নকল লিখে দিচ্ছিলেন।

(ঢাকাটাইমস/১২এপ্রিল/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :