মাগুরার শ্রীপুরে ৩০৮ টি পরিবার পেল নতুন বিদ্যুৎ সংযোগ

প্রকাশ | ১২ এপ্রিল ২০১৭, ১৯:৫০

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস

মাগুরা শ্রীপুর উপজেলার খালিয়া-খড়িচাইল গ্রামের ৩০৮ টি পরিবারকে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।

বুধবার দুপুরে খালিয়া বাজারে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুল ওয়াহ্হাব।

শ্রীকোল ইউনিয়ন চেয়ারম্যান এমএম মোস্তাসিম বিল্লাহ সংগ্রামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক মফিজুর রহমান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মীর্জা মো. ইফতেখার আলী, পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাহী প্রকৌশলী আবদুল হানিফ, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী, ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম, মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মাহফুজুর রহমান প্রিন্স।

মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক মফিজুর রহমান জানান, ১ কোটি ৯ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে খালিয়া-খড়িচাইল গ্রামের সাড়ে ৭ কিলোমিটার নতুন বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণসহ গ্রামের ৩০৮ টি পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।

এছাড়াও মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুল ওয়াহ্হাব এমপি অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ে খালিয়া-খড়িচাইল পাকা সড়ক উদ্বোধন করেন।

(ঢাকাটাইমস/১২এপ্রিল/প্রতিনিধি/ইএস)