পাকুন্দিয়ায় ঐতিহ্যবাহী ‘পোড়াবাড়িয়া’ মেলার উদ্বোধন

প্রকাশ | ১৪ এপ্রিল ২০১৭, ২১:৪৪

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নারান্দি ইউনিয়নের পোড়াবাড়িয়া গ্রামে ঐতিহ্যবাহী ‘পোড়াবাড়িয়া’ মেলার উদ্বোধন করা হয়েছে। 

আজ শুক্রবার সন্ধ্যায় স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো.সোহরাব উদ্দিন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন।

এ উপলক্ষে মেলা প্রাঙ্গনে বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এমএ মান্নান মানিক এর সভাপতিত্ব্ েএক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, ইউএনও অন্নপূর্ণা দেবনাথ, এসিল্যান্ড তানভীর-আল-নাসীফ, ওসি মোহাম্মদ সামসুদ্দীন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন ও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রমুখ। 

পরে মনোজ্ঞ নাট্য উপস্থাপন করা হয়। যা উপভোগ করেন হাজারো লোকজন। 

শত শত বছর ধরে গ্রাম বাংলার ঐতিহ্য পোড়াবাড়িয়া মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

এ মেলাকে কেন্দ্র করে আশপাশের বাড়িগুলোতে বাড়তি মেহমানের আগমন ঘটে মেলা শুরুর আগের দিন থেকেই। হাজার হাজার লোকজন এ মেলা উপভোগ করতে আসেন। 

(ঢাকাটাইমস/১৪এপ্রিল/প্রতিনিধি/ইএস)