অপ্পোর ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার ফোন

প্রকাশ | ১৫ এপ্রিল ২০১৭, ১০:৪২

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

নতুন ফোন আনছে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান অপ্পো। ফোনটির মডেল অপ্পো আর১১। সম্প্রতি এই ফোনটির তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। এই ফোনটিতে ডুয়েল রিয়ার ক্যামেরা থাকছে। ফোনটির সেলফি ক্যামেরা ২০ মেগাপিক্সেলের। 

জিএফএক্সবেঞ্চ-এর তথ্য অনুযায়ী অপ্পোর নতুন ফোনটিতে ৫.৫ ইঞ্চির ডিসপ্লে থাকছে। ডিসপ্লের পিক্সেল ১০৮০। ফোনটিতে দুইটি রিয়ার ক্যামেরা থাকছে। এই রিয়ার ক্যামেরায় ১৬ মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করা হয়েছে। এছাড়াও ফোনটিতে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। 

ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ৪ জিবি র‌্যাম থাকছে। বিল্টইন মেমোরি ৬৪ জিবি। 

অপ্পো আর১১ ফোনটি অ্যানড্রয়েড ৭.১.১ নুগাট অপারেটিং সিস্টেম চালিত। 

এছাড়াও অপ্পো ৬ ইঞ্চি ডিসপ্লের আর১১ প্লাস বাজারে ছাড়ার উদ্যোগ নিয়েছে। উভয় ফোন বাজারে পাওয়া যাবে জুন মাস থেকে। 

(ঢাকাটাইমস/১৫এপ্রিল/এজেড)