ক্ষেতলালে এক ইউপিতে আ.লীগ, অন্যটিতে বিদ্রোহী প্রার্থী বিজয়ী

প্রকাশ | ১৬ এপ্রিল ২০১৭, ২৩:০০

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ও তুলসীগঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একটিতে আ.লীগ মনোনীত প্রার্থী এবং অন্যটিতে আ.লীগের বিদ্রোহী প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ভোট গণনা শেষে রবিবার রাতে নির্বাচন কমিশন অফিস এ ফল ঘোষণা করে।

নির্বাচনে বড়তারা ইউনিয়নে বোরহান উদ্দিন ফকির নৌকা প্রতীকে ৫ হাজার ২১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে আ.লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল বারিক মন্ডল পেয়েছেন ৪ হাজার ৬৫৫ ভোট। আর তুলসীগঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগের বিদ্রোহী প্রার্থী হাইকুল ইসলাম লেবু আনারস প্রতীকে ৩ হাজার ৪৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আ.লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান খান নৌকা প্রতীকে ৩ হাজার ১৪৫ ভোট পেয়েছেন।

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/প্রতিনিধি/ইএস)