উত্তর কোরিয়ার দিকে যাচ্ছে না যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ

প্রকাশ | ১৯ এপ্রিল ২০১৭, ১৫:১০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

গত কয়েকদিন ধরে তুমুল আলোচনায় থাকা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন ও বহরের অন্যান্য যুদ্ধজাহাজ উত্তর কোরিয়ার দিকে যাচ্ছে না, বরং উল্টো দিকে যাচ্ছে। এমনটিই জানিয়েছে বিবিসিসহ অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যম।

৮ এপ্রিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছিল, শক্তি প্রদর্শন করে নতুন অস্ত্র পরীক্ষা থেকে উত্তর কোরিয়াকে বিরত রাখতে তাদের নৌ-স্ট্রাইক গ্রুপ কার্ল ভিনসন সিঙ্গাপুর থেকে পূর্ব সূচী অনুযায়ী অস্ট্রেলিয়ার দিকে না গিয়ে উল্টো দিকে কোরীয় উপদ্বীপের দিকে রওনা হয়েছে।

কিন্তু বাস্তব হচ্ছে যুক্তরাষ্ট্রের ওই নৌ-স্ট্রাইক গ্রুপটি গত কয়েকদিনে প্রশান্ত মহাসাগরের দিকে না গিয়ে ভারত মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছে। এই পথে বর্তমানে সুন্দা প্রণালী পার হচ্ছে নৌবহরটি।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ড জানিয়েছে, অস্ট্রেলিয়ার পার্থ বন্দরের সফর বাতিল করেছে তারা, কিন্তু ৮ এপ্রিল সিঙ্গাপুর থেকে রওনা হওয়ার পর সূচী অনুযায়ী অস্ট্রেলিয়ার উত্তর-পশ্চিম উপকূলে দেশটির সঙ্গে একটি প্রশিক্ষণ সম্পন্ন করেছে। এখন আদেশ অনুযায়ী স্ট্রাইক গ্রুপটি পশ্চিম প্রশান্ত মহাসগারের দিকে এগিয়ে যাচ্ছে।

উত্তর কোরিয়ার নতুন অস্ত্র পরীক্ষা ঠেকাতে কোরীয় উপদ্বীপের দিকে যুক্তরাষ্ট্রের নৌবহর রওনা হওয়ার খবরে কোরীয় উপদ্বীপ ও আশপাশের অঞ্চলজুড়ে চরম উত্তেজনা তৈরি হয়েছিল। উত্তর কোরিয়া আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করলে তা ঠেকানোর ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প।

এদিকে উত্তর কোরিয়ার পক্ষ থেকেও গতকাল জানানো হয়, অন্তত প্রতি সপ্তাহে একটি করে পরমাণু হামলার পরীক্ষা চালাবে দেশটি।

গত সপ্তাহে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেন, উত্তর কোরিয়ার উদ্দেশ্যে একটি আর্মাডা (নৌবহর) পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/জেএস)