খড়ের ঘরে সৌর বিদ্যুতের আলো!

প্রকাশ | ২০ এপ্রিল ২০১৭, ১১:২৯

ইউছুফ আলী মিঠু, লক্ষ্মীপুর

পাকা দালান দূরে থাক, টিনের ছাউনি দিয়ে ঘর করার সামর্থ নেই। অন্যের জায়গায় থেকেও বাঁচার স্বপ্ন একটি হত-দরিদ্র পরিবারের। অন্তত খড়ের তৈরি ঝুপড়ি ঘরে সৌর বিদ্যুতের আলোয় থাকতে পেরে একটু স্বস্তি। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসু এলাকার সহায় সম্বলহীন আবু ছৈয়দ পরিবার-পরিজন নিয়ে থাকেন অন্যের জায়গায়।

দুই বছর আগে কিস্তিতে সোলারেন ফাউন্ডেশান জমিদারহাট শাখা থেকে ২০ ওয়ার্ডের একটি সৌর বিদ্যুৎ কেনেন ৪শ দশ টাকা মাসিক কিস্তিতে। বর্তমানে তার কিস্তি পরিশোধের পথে। 

সরেজমিন দেখা গেছে, খড়ের ঘরের ভাঙাচুরা দরজা বন্ধ। পরিবারের সবাই একটি ক্ষেতে কাজ করছেন। কথা হয় ছৈয়দ আহমদের স্ত্রী গোলাপী বেগমের সাথে।

তিনি জানান, তার পরিবারে স্বামী, দুই ছেলে, দুই পুত্রবধূ, দুই মেয়ে ও এক নাতি আছে। একটি মেয়ের বিয়ে হয়েছে। এক ছেলে বছরে ছয়মাস ইটভাটায় কাজ করেন, আরেকজন কৃষি কাজ করেন। বয়স হওয়ার কারণে স্বামী ছৈয়দ আহমদ হাড়ভাঙা পরিশ্রম করতে পারছেন না। অভাব-অনটন যেন তাদের নিত্য সঙ্গী। জীবনের শেষ সময় টুকু এসেও তারা সংসারের ঘানি টানছেন।

গোলাপী বেগম জানান, অনেক কষ্টে ওই এলাকায় ২০ শতক জমি কিনলেও টাকার অভাবে বাড়ি করা সম্ভব হচ্ছে না।

হক সাহেব নামে এক লোকের জায়গায় ঝুপড়ি ঘরে পরিবারের সবাইকে নিয়ে এভাবেই দিনাতিপাত করছেন তারা। 

(ঢাকাটাইমস/২০এপ্রিল/প্রতিনিধি/এলএ)