ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

প্রকাশ | ২১ এপ্রিল ২০১৭, ০৮:৫১ | আপডেট: ২১ এপ্রিল ২০১৭, ১০:৫৭

ময়মনসিংহ ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
ফাইল ছবি

ময়মনসিংহের নান্দাইলে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের কানুরামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নান্দাইলের রাজগাতী ইউনিয়নের দাসপাড়া গ্রামের বাসিন্দা শাতিল মিয়া ও তার চাচাতো ভাই শাকিব মিয়া। এদের মধ্যে শাতিল অটোরিকশা চালক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা সদর থেকে হাঁসের বাচ্চা বিক্রি করে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন ওই দুইজন। কানুরামপুর এলাকায় আসার পর মায়ের দোয়া পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দুইজন মারা যান।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আতাউর রহমান জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ঢাকাটাইমস/২১এপ্রিল/প্রতিনিধি/এমআর