কালকিনিতে বাস খাদে, অল্পে রক্ষা পেলো ৪১ যাত্রী

প্রকাশ | ২৩ এপ্রিল ২০১৭, ১৩:২৩

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনি উপজেলার মেলকাই খুলনাগামী ইমন পরিবহনের একটি বাস খাদে পড়ে যায়। এতে করে পাঁচ-ছয় জন যাত্রী আহত হন। তবে পরিবহনে থাকা সকল যাত্রী অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। নিহতের কোনো ঘটনা ঘটেনি।

রবিবার সকালে এ দুঘটনা ঘটে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশাল থেকে যাত্রী নিয়ে ইমন পরিবহনটি সকালে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসে। পথে উপজেলার মেলকাই এলে নিয়ন্ত্রণ হারিয়ে খালের পানিতে পড়ে যায়। বাসটিতে থাকা পাঁচ-ছয় যাত্রী আহত হন। আহতদের উপজেলার বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া সকল যাত্রী প্রাণে বেঁচে যান।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে যাত্রীদের খোঁজ-খবর নেন। তবে খাদে পড়া পরিবহনটি ফায়ার সার্ভিন এসে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা যায়।

গাড়িতে থাকা যাত্রী সাইদুর রহমান বলেন, আমাদের নিয়ে গাড়িটি মুহূর্তে খাদে পড়ে যায়। তবে খালে অল্প পানি থাকায় আমরা সবাই প্রাণে বেঁচে যাই। গাড়িটি পুরোপুরি পানিতে পড়তে পারেনি।

এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। তবে পরিবহনটি উদ্ধারের প্রক্রিয়া চলেছে।

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/প্রতিনিধি/এলএ)