ইসরায়েলি হামলায় সিরীয় ৩ সেনা নিহত

প্রকাশ | ২৩ এপ্রিল ২০১৭, ১৬:৫৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

সিরিয়া দক্ষিণাঞ্চলে সরকার সমর্থিত সেনা ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর হামলায় তিন সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই সেনা। রবিবার গোলান মালভূমিতে এই হামলার ঘটনা ঘটে। খবর জিও নিউজের।

কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে জানান, সিরিয়ার কুইনেত্রা প্রদেশের আল-ফাওয়ার ক্যাম্পে এই হামলার ঘটনা ঘটেছে। তবে বিমান হামলা নাকি মর্টার শেলের নিক্ষেপে এই হতাহতের ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয়।

সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষক দল নিশ্চিত করেছে, রবিবার ভোরের এই হামলার ঘটনা সম্পর্কে তারা বিস্তারিত কিছু জানতে পারেননি।

শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী বলেছিল, গোলান হাইটসের উত্তরাঞ্চলে সিরিয়ার মর্টার হামলার প্রতিশোধ নিতে তারা দেশটির অভ্যন্তরে হামলা চালাবে।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, গোলান মালভূমির সেনা ক্যাম্প লক্ষ্য করে ইসরায়েল বাহিনী হামলা চালিয়েছে। এতে হতাহতের ঘটনা ঘটেছে।

সিরিয়ান সরকারের দাবি, দেশটির বিদ্রোহী ও জঙ্গি গোষ্ঠীকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে মদদ দিচ্ছে ইসরায়েল বাহিনী।

১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধে সিরিয়ার গোলান মালভূমির ১২০০ বর্গ কিলোমিটার ভূমি দখল করে নেয় ইসরায়েল। তবে ইসরায়েলের এই দখলকৃত অংশকে আন্তর্জাতিক সম্প্রদায় কখনো মর্যাদা দেয়নি। গোলান মালভূমির ৫১০ বর্গ কিলোমিটার স্থান সিরিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/এসআই)