ঘাটাইলে শিশু আসাদুল হত্যায় বিচার দাবি

প্রকাশ | ২৩ এপ্রিল ২০১৭, ১৯:৩০

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কালিয়াগ্রামের অটোরিকশাচালক আসাদুল (১৬) হত্যায় জড়িতদের বিচার দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন হয়েছে। রবিবার দুপুরে উপজেলার নাটশালা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসব কর্মসূচির পালিত হয়।

আসাদুল ইসলাম ঘাটাইল উপজেলার কালিয়াগ্রামের মুক্তার আলীর ছেলে।

গত বৃহস্পতিবার সকালে উপজেলার বাগুনডালী ঝিনাই নদীর পাশে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

দুপুরে নাটশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত প্রতিবাদ সভায় দিঘলকান্দী ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম সভাপতিত্ব করেন।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- হামিদপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকির হোসেন খান রতন, দিঘলকান্দী ইউপি সদস্যবৃন্দ যথাক্রমে শফিকুল ইসলাম খান টিক্কা, মনির তালুকদার, অতুল হোসেন, নাজমা বেগম।

মানববন্ধনে উপস্থিত হয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মোহাম্মদ আবুল কাশেম ও ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন আসাদুল হত্যায় জড়িতদের উপযুক্ত শাস্তির আশ্বাস দেন।

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/প্রতিনিধি/এলএ)