রাঙামাটিতে আগুনে পুড়ল দোকানসহ ১২ ঘর

প্রকাশ | ২৪ এপ্রিল ২০১৭, ১৩:৫৫

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস

রাঙামাটির নানিয়াচরের উপজেলা শহরে মাস্টারপাড়ায় পাড়ায় ছয়টি ঘর পুড়ে গেছে। রবিবার রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানায় পুলিশ।

পুড়ে যাওয়া ঘরগুলো নানিয়াচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কোয়াটার। এখানে বিদ্যালয়ের ছয় শিক্ষক পরিবারের থাকতেন। ঘটনার সময় নানিয়াচরে বিদ্যুৎ ছিল না।

নানিয়াচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল লতিফ জানান, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এদিকে রাঙামাটি শহরের এডিসি হিল এলাকায় আগুনে একটি দোকান ও পাঁচটি বসতবাড়ি পুড়ে গেছে।

রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের এডিসি হিল এলাকার রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে এলাকাবাসী জানায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় পৌণে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/প্রতিনিধি/এলএ)