ইতালিতে খেলাঘরের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট

প্রকাশ | ২৪ এপ্রিল ২০১৭, ১৮:২১

ইউরোপ ব্যুরো প্রধান, ঢাকাটাইমস

ইতালির নাপলিতে প্রথমবারের মত খেলাঘর সংগঠন আয়োজন করল ক্রিকেট টুর্নামেন্ট। রবিবার স্থানীয় সময় বেলা ১১টায় উদ্বোধনী অনুষ্ঠান শেষে খেলা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেলাঘর সংগঠনের সভাপতি সোহেল মাহমুদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, পরিচালনা পর্ষদ প্রধান শাহাদাত হোসেন, আলি ইসলামসহ নাপলি কমিউনিটির মিজানুর রহমান বাচ্চু, জয়নাল আবেদিন, কাজী আল আমিন,  শাহাদাত হোসেন, বশির আহম্মেদ, মনিরুজ্জামান মনির, মামুন আলম মাহাবুব, ফারুক হাসান, মাযহারুল হক জয়, মালেক পালোয়ান, লিয়াকত ফকির প্রমখ।

গোটা টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ গ্রহণ করে, সেগুলো হলো- পালমা সুপার স্টার, বৃহত্তম ফরিদপুর ক্রিয়া সংঘ, বৃহত্তর খুলনা সমিতি, বিক্রমপুর মুন্সিগঞ্জ জেলা সমিতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নাপলি, একতা সংঘ পালমা, শরীয়তপুর ইয়ং  স্টার, নারায়ণগঞ্জ রাইড়ার্স, সানজেন্নারু বিডি ক্রিকেট ক্লাব, নাইনসেট পালমা ও ফ্রেন্ডস ক্লাব পালমা।

খেলার প্রথম দিনে মোট পাঁচটি খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় পরস্পরের বিপক্ষে জয় লাভ করে বৃহত্তম মুন্সীগঞ্জ জেলা সমিতি, পালমা সুপার  স্টার, শরীয়তপুর ইয়ং স্টার, নারায়ণগঞ্জ রাইডার্স ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন নাপলি।

আগামী রবিবার প্রথম রাউনডের বাকি  সাতটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

খেলাঘর সংগঠনই প্রথমবারের মত ইতালির নাপলিতে জমকালো পরিবেশে ফুটবল টুর্নামেন্ট-এর সফল আয়োজন করেছিল।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/সিকে/এলএ)