শেখ হাসিনার অধীনে নির্বাচন, জানে বিএনপিও: হানিফ

প্রকাশ | ২৫ এপ্রিল ২০১৭, ১৪:০২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

আগামী সংসদ নির্বাচন শেখ হাসিনার সরকারের অধীনেই হবে এবং সেই বিষয়টি বিএনপি নেতারা ভালোভাবেই জানে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

মঙ্গলবার দুপুরে সেটেলমেন্ট প্রেস শ্রমিক কর্মচারী ইউনিয়নের অভিষেক ও প্রতিনিধি সভায় তিনি এই মন্তব্য করেন।

হানিফ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই হবে। এবং বিএনপি নেতারা তা ভালভাবেই জানে।

আওয়ামী লীগের এই শীর্ষ নেতা বলেন, ‘শেখ হাসিনার সরকার দেশের উন্নয়ন করছে। উন্নয়নের প্রতি আস্থা রেখে জনগণ আগামী নির্বাচনেও শেখ হাসিনাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। এ কারণেই বিএনপি নেতারা নানা কথা বলছে।’

বিএনপি নেতাদের আন্দোলনের হুঁশিয়ারির ব্যাপারে হানিফ বলেন,‘বিএনপি নেতাদের স্পষ্ট করে বলে দিতে চাই বিগত দিনে আন্দোলনের নামে যেভাবে জ্বালাও পোড়াও করেছেন, মানুষ হত্যা করেছেন তা করতে গেলে জনগণ আর সহ্য করবে না।’

এ সময় সেটেলমেন্ট প্রেসের কর্মচারীদের দাবি-পদোন্নতি, জনবল নিয়োগের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অভিহিত করার আশ্বাস দেন তিনি।

সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবীবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।

আরও বক্তব্য দেন- তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সভাপতি শফিউল্লাহ শফি। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি আশিকুর রহমান।

ঢাকাটাইমস/২৫এপ্রিল/টিএ/এমআর