ময়মনসিংহে বাড়িতে ঢুকে হামলা, ১১ স্কুলছাত্র আটক

প্রকাশ | ২৫ এপ্রিল ২০১৭, ১৯:০৩

ব্যুরো প্রধান, ঢাকাটাইমস

ময়মনসিংহে একটি বাড়িতে ঢুকে হামলা করার দায়ে ১১ জন স্কুল ছাত্রকে আটক করেছে পুলিশ ও ব্যাবের সদস্যরা ।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থল শহরের ভাটিকাশর মিশন সংলগ্ন প্রাইমারি স্কুল রোড থেকে তাদের আটক করা হয় ।

আটক সবাই ময়মনসিংহ শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা এবং শহরের জিলাস্কুল এবং নাসিরাবাদ স্কুলের ছাত্র ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এদিন বিকালে ঐ এলাকার ২৮ থেকে ৩০ জনের সংঘবদ্ধ কিশোরগ্রুপ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাকের বাড়িতে ঢুকে লাকী আক্তার, আফরোজা , সেলিনা, মমতাসহ অন্যদের ওপর হামলা করে । একপর্যায়ে তারা বাড়িতে ভাংচুর ও সন্ত্রাসী কার্যক্রম চালায়।

এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ঐ দলের ১১ জনকে একটি ঘরে আটক করে র‌্যাব ও কোতোয়ালি থানা পুলিশকে খবর দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুকনউদ্দিন জানান, তাদেরকে আটক করা হয়েছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে ।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে ।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/প্রতিনিধি/জেডএ)