‘আমি শক্তিশালী, কর্তৃত্ববাদী-লোকেরা এটা কীভাবে বলে?’

প্রকাশ | ২৫ এপ্রিল ২০১৭, ২২:০৩

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

চন্ডিকা হাথুরাসিংহে। জাতীয় দলের পরাক্রমশালী কোচ। দলে তিনি যেটা চান সেটাই হয়। প্রধান কোচের ক্ষমতা যেটুকু তিনি নাকি তার চেয়ে অনেক বেশি উপভোগ করেন। এমন কথাই চলে আসছে মিরপুরের ক্রিকেট পাড়ায়।কিন্তু কোচ হাথুরাসিংহে উড়িয়ে দিলেন এমন গুজব।

বিশ্বব্যাপী ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোকে হাথুরাসিংহে বলেন,‘ কৈ, আমি তো কখনও শক্তিশালী ও কর্তৃত্ববাদী বোধ করি না। আমি জানি না লোকেরা এটা কীভাবে বলে।আমি দেখেছি, বাংলাদেশের মানুষ অনেক উঞ্চ ও বন্ধুত্বপূর্ণ। হ্যাঁ, আমি কখনও সুস্থ কর্তৃত্বপূর্ণ ব্যক্তি। এটা আমার দায়িত্ব থেকে আসে। আমাকে সিদ্ধান্ত নিতে হয় এবং এই সিদ্ধান্তের জন্য আমাকে দায়বদ্ধ থাকতে হয়। যদি আপনি ক্রিকেটের বাইরে আমাকে দেখেন, সেখানে আমি ভিন্ন মানুষ।’

হাথুরাসিংহে নিজের অবস্থানকে যুক্তিসঙ্গত আখ্যা দিয়ে বলেন,‘আমি কীভাবে কাজ করব এবং বাংলাদেশ দল থেকে সেরাটা কীভাবে বের করতে হবে- এ নিয়ে আমার শক্তিশালী দৃষ্টিভঙ্গি রয়েছে। বাংলাদেশের ক্রিকেট ভক্তদের আমি কিছু দিতে চাই।  এজন্য খেলোয়াড়রা যাতে সেরা পারফরস্যান্স দেখাতে পারে অথবা আন্তর্জাতিক ক্রিকেটে তারা প্রতিভার স্বাক্ষর রাখতে পারে সে দিকে তীক্ষ দৃষ্টি থাকে আমার। আমি এ ব্যাপারে সিরিয়াস। এসব কাজ করতে গিয়ে যদি কখনও কৃর্তত্ববাদী হইও, তবে এ নিয়ে আমি মাথা ঘামাই না। কারণ আমি আমার কাজ করছি। দায়িত্ব পালন করছি।’

হাথুরাসিংহে আরো বলেন,‘ নিজেকে আমি শক্তিশালী হিসেবে দেখি না। আমি প্রধান কোচ। আমার কিছু নির্দিষ্ট ক্ষমতা আছে। সেগুলো আমি দলের মঙ্গলের জন্যই ব্যবহার করি।’

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/ডিএইচ)