রশিদের ১ উইকেটের দাম ২৪ লাখ!

প্রকাশ | ২৭ এপ্রিল ২০১৭, ০৮:২৩ | আপডেট: ২৭ এপ্রিল ২০১৭, ০৮:৩৯

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
ফাইল ছবি

প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ডাক পান রশিদ খান। চলমান আসরে সবচেয়ে দামি খেলোয়াড়দের একজন তিনি। ৩০ লাখ রুপি ভিত্তি মূল্য থেকে ৫ কোটিতে বিক্রি হন এই আফগান বোলার।

আইপিএলের ২১তম ম্যাচ পর্যন্ত ৯টি উইকেট নেন রশিদ। যেখানে তার প্রতি উইকেটের মূল্য পড়ে বাংলাদেশি টাকায় প্রায় ২৪ লাখ। এমন হিসেব-নিকেশ প্রকাশ করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

নিলামে রশিদকে দলে ভেড়াতে বেশ কয়েকটি দল মুখিয়ে ছিলেন। কিন্তু ছাড়েনি গতবারের চ্যাম্পিয়নরা। শেষমেশ অরেঞ্জ আর্মিরা তাকে চড়া দামেই কিনে নেয়। দলে নেওয়ার পর রশিদের দাম নিয়ে অনেকই সমালোচনা করেছেন। কিন্তু বল হাতে এখন যে পারফরম্যান্স করছেন রশিদ, নিন্দুকদের মুখ আপাতত বন্ধই হয়ে গেল।

আইপিএলে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ১০টি উইকেট ঝুলিতে পুরেছেন রশিদ। রয়েছেন সেরা শিকারির তালিকায় পাঁচে। এক নম্বরে আছেন রশিদের হায়দরাবাদ সতীর্থ ভুবনেশ্বর কুমার। তার উইকেট সংখ্যা ১৬টি।

প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেটে রশিদের অভিষেক আচমকা। ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ক্যাপ মাথায় পরেন তিনি। একদিনের ক্রিকেটে তার উইকেট সংখ্যা ২৬ ম্যাচে ৫৩টি। টি-টোয়েন্টিতে ২৪ ম্যাচে থেকে নিয়েছেন ৪০ উইকেট।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/জেইউএম)