যে ছুতোয় পিছু হটল পাকিস্তান

প্রকাশ | ২৭ এপ্রিল ২০১৭, ০৮:৫১ | আপডেট: ২৭ এপ্রিল ২০১৭, ১৩:৪৮

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলতে জুলাই-আগস্টে বাংলাদেশ সফর করবে এটা অনেক দিন আগের কথা। কিন্তু শেষদিকে এসে ছুতো ধরল পাক ক্রিকেট বোর্ড।

কেনো বাংলাদেশ সফরে আসছে না পাকিস্তান ক্রিকেট দল? এমন প্রশ্নের ‘মজাদার’ ব্যাখ্যাই দিয়েছেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান।

‘টানা তৃতীয়বারের মতো বাংলাদেশে আসতে চাচ্ছি না। আমরা চেয়েছিলাম বাংলাদেশ পাকিস্তানে আসুক। কিন্তু সেটা হয়নি। এর আগে দুবার বাংলাদেশ সফর করেছে পাকিস্তান। তাই এবার আর যেতে চাই না।’

তবে এ বছর না আসলেও আগামীতে আসার ব্যাপারে আশাবাদী শাহরিয়ার খান। ‘দুপক্ষের সম্মতিতেই অনির্দিষ্টকালের জন্য সফরটা স্থগিত করা হয়েছে। দেখি আগামী বছর সময় পেলে আসবো।’

এর আগে এ বছর বাংলাদেশ সফরে আসছে না পাকিস্তান ক্রিকেট দল, খবরটি বুধবার রাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে জানানো হয়।

সর্বশেষ ২০০৭-০৮ মৌসুমে পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশ। এরপর দেশের মাটিতে ২০১১-১২ ও ২০১৫ সালে পাকিস্তান বাংলাদেশে আসে।

বাংলাদেশ ছাড়াও গেল দুই বছর শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড ক্রিকেট দল পাকিস্তান সফর করতে দ্বিমত পোষণ করে।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/জেইউএম)