যুবদলের ১২ ইউনিটের কমিটি ঘোষণা

প্রকাশ | ২৭ এপ্রিল ২০১৭, ১৯:২১ | আপডেট: ২৭ এপ্রিল ২০১৭, ২১:৩৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

দলের চেয়ারপারসনের নির্দেশের পর সংগঠন গোছাতে কাজ শুরু করেছে জাতীয়তাবাদী যুবদল।

বৃহস্পতিবার একসঙ্গে ১২টি সাংগঠনিক ইউনিটের নতুন কমিটি (আংশিক) ঘোষণা করেছে যুবদল।

যুবদলের কেন্দ্রীয় দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

যুবদল যে জেলাগুলোতে নতুন কমিটি ঘোষণা করেছে, তা হলো রংপুর, রংপুর মহানগর, রাজশাহী জেলা, রাজশাহী মহানগর, কুড়িগ্রাম, শরীয়তপুর, কুমিল্লা (দক্ষিণ), কুমিল্লা মহানগরী, বরিশাল (দক্ষিণ), বরিশাল মহানগরী, খুলনা মহানগরী, খুলনা।

গত ১৭ জানুয়ারি যুবদলের ​কেন্দ্রীয় নতুন কমিটি ঘোষণা করা হয়। পাঁচ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় (আংশিক) কমিটিতে সভাপতি হয়েছেন সাইফুল আলম নিরব এবং সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু।

সম্প্রতি কারামুক্ত যুবদলের নেতারা শুভেচ্ছা সাক্ষাত করতে গেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যুবদলের নেতাদের দ্রুত সময়ের মধ্যে সারাদেশের ইউনিটের কমিটি দেয়ার নির্দেশ দেন।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/বিইউ/জেডএ)