বাসে বোমা তৈরির সরঞ্জামসহ তিন ‘জঙ্গি’ আটক

প্রকাশ | ২৭ এপ্রিল ২০১৭, ২৩:৩২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সাভারের রাজফুলবাড়িয়ায় একটি বাসে তল্লাশি চালিয়ে বোমা তৈরির সরঞ্জাম, বিদেশি পিস্তল, জিহাদি বই ও ইলেকট্রনিক্স ডিভাইসসহ জঙ্গি সন্দেহে তিন জনকে আটক করেছে র‌্যাব। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়ায় র‌্যাব-৪ এর নিয়মিত চেকপোস্টে ভিলেজ লাইন পরিবহন নামে একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটকের সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৪ এর নবীনগর শাখার (সিপিসি-২) উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার ঘোষ ঢাকাটাইমসকে বলেন, র‌্যাবের নিয়মিত চেকপোস্টে মানিকগঞ্জের ঝিটকা থেকে গাবতলীগামী ভিলেজ লাইন পরিবহনটিতে তল্লাশি চালানো হয়। এসময় বেশ কিছু বোমা তৈরির সরঞ্জাম, একটি বিদেশি পিস্তল, জিহাদি বই ও ইলেকট্রনিক্স ডিভাইসসহ তিন জনকে আটক করা হয়। তবে তাৎক্ষণিক ভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, প্রাথমিক ভাবে আটক তিন জন জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/প্রতিনিধি/জেডএ)