সাভারে অস্ত্র বিক্রির সময় দুইজন আটক

প্রকাশ | ২৯ এপ্রিল ২০১৭, ০৮:৩০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সাভারের আশুলিয়ায় অস্ত্র বিক্রির সময় হাতেনাতে দুই অস্ত্র চোরাকারবারীকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আশুলিয়ার কাঠগড়া বাজার এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব-১ এর একটি দল

আটকরা হলেন আশুলিয়ার আড়াগাঁও এলাকার জাহাঙ্গীর হাওলাদারের ছেলে মনির হোসেন এবং জহরচন্দ্র গ্রামের আলী আশরাফ চৌকিদারের ছেলে শাহ আলম চৌকিদার।

র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক মঈনুল ইসলাম জানান, কাঠগড়া এলাকায় অবৈধভাবে অস্ত্র বেনাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল সেখানে অভিযান চালাতে যায়। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ দুই অস্ত্র চোরাকারবারীকে হাতেনাতে আটক করা হয়।

আটকরা দীর্ঘদিন থেকে ওই এলাকায় অস্ত্র বিক্রি করে আসছিল বলে মঈনুল ইসলাম জানান।

ঢাকাটাইমস/২৯এপ্রিল/আইআই/এমআর