ঝিনাইদহের আস্তানায় থাকতেন শিবগঞ্জে নিহত আবদুল্লাহ

প্রকাশ | ২৯ এপ্রিল ২০১৭, ১৪:৩৭ | আপডেট: ২৯ এপ্রিল ২০১৭, ১৫:৫০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

চাঁইনবাবগঞ্জের শিবগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযানে নিহত চারজনের একজন ঝিনাইদহের আস্তানায় থাকতেন বলে জানিয়েছে পুলিশ। ধর্মান্তরিত এই মুসলিমের নাম আবদুল্লাহ।

আজ শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এ কথা জানান।

গত ২২ এপ্রিল ঝিনাইদহে একটি বাড়িতে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। প্রচুর বিস্ফোরক পাওয়া যায়।

চাঁপাইনবাবগঞ্জের জঙ্গি আস্তানা থেকে আহত অবস্থায় বের করে আনা আবুর স্ত্রী সুমাইয়া খাতুনের জিজ্ঞাসাবাদের উদ্ধৃতি দিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি ঝিনাইদহ থেকে তাদের বাড়িতে দুজন এসেছিলেন। আবদুল্লাহর ছবি মিলিয়ে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়।

ঝিনাইদহের ওই বাড়িতে ধর্মান্তরিত মুসলিম আবদুল্লাহ থাকতেন। পরে তিনি চাঁপাইনবাবগঞ্জের রফিকুল ইসলাম আবুর বাড়িতে যান।

বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের জঙ্গি আস্তানায় সোয়াটের অভিযানের সময় আবুসহ চারজন নিহত হয়। তারা আত্মঘাতী বিস্ফোরণে মারা যান বলে পুলিশ জানায়। তাদের মধ্যে তিনজনের দেহ ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় তাদের চেনা যায়নি। তবে আবুর দেহ ক্ষতবিক্ষত হয়নি।

ঢাকাটাইমস/২৯এপ্রিল/এমআর/মোআ