চরভদ্রাসনের সরকারি জায়গা দখলের অভিযোগ

প্রকাশ | ৩০ এপ্রিল ২০১৭, ১৬:২২

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরের চরভদ্রাসনের হরিরামপুর ইউনিয়নের চরশালেপুরে আব্দুল হাই খানের হাটের পশ্চিম পাশে সরকারি ইউনিয়ন ভূমি অফিসের প্রস্তাবিত জায়গা ও খাস জমি রাতের আঁধারে স্থানীয় প্রভাবশালী মহল দখল করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, শালেপুর চরের বাসিন্দা রাশেদ হোসেন, আমজাদ মৃধা, শেখ বিল্লাল, জালাল খান, ছাহের খন্দকার ও আলমগীর মুন্সির নেতৃত্বে আরও ২০/২৫ জন প্রভাবশালী শনিবার গভীর রাতে সরকারি জায়গায় অস্থায়ী ঘর তুলেন।  

হরিরামপুর ইউপি চেয়ারম্যান মো. আমির হোসেন খান ঢাকাটাইমসকে জানান, এই খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পারভেজ চৌধুরীকে জানিয়েছি। তিনি বলেন, ‘আমি নিজেও দখলদারদের সরকারি জায়গায় ঘর তুলতে নিষেধ করেছি। কিন্তু তারা আমার কথা শুনেননি।’

সাবেক ইউপি সদস্য আমজেদ মৃধার সঙ্গে মোবাইলে কথা হয়। তিনি সরকারি জায়গা দখলের বিষয়টি স্বীকার করে ঢাকাটাইমসকে বলেন, ‘আমরা ভূমি অফিসের জায়গা বাদ দিয়ে এসএ ৫৭৬ ও ৫৭৫ নং দাগে ঘর তুলেছি। এখানে শুধু আমিই না আরও অনেকেই ঘর তুলেছে।’

ছরভদ্রাসন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পারভেজ চৌধুরী ঢাকাটাইমসকে বলেন, ‘সরকারি জায়গা দখলের অভিযোগ শুনেছি। সরকারি ভূমি অফিসের প্রস্তাবিত জায়গা ও সরকারি খাস জমি দখলের সত্যতা পেলে অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হবে এবং  পাশাপশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

(ঢাকাটাইমস/৩০এপ্রিল/প্রতিনিধি/জেবি)