নারায়ণগঞ্জে বাড়িওয়ালা-ভাড়াটেদের নিবন্ধন শুরু

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ মে ২০১৭, ১৪:০৪

জঙ্গিমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে বাড়ির মালিক ও ভাড়াটেদের নিবন্ধন শুরু করেছে পুলিশ। সোমবার দুপুরে নগরীর আফাজ নগর এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মঈনুল হক।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ডা. শাহনেওয়াজ চৌধুরীসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

পুলিশ সুপার মঈনুল হক জানান, জেলার সাতটি থানা এলাকায় প্রতিটি থানা এলাকাকে ৩০টি ব্লকে বিভক্ত করে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে পুলিশের বিশেষ টিম বাড়ির মালিক ও ভাড়াটেদের শনাক্ত করবে। যাতে কোন বাড়িতে জঙ্গিরা গোপন ঘাঁটি গড়ে তুলতে না পারে। একই সাথে সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত করতে সক্ষম হবে।

তিনি বলেন, বাড়ির মালিক ও ভাড়াটেদের নিবন্ধ প্রক্রিয়া সুষ্ঠু, সুন্দরভাবে সম্পন্ন করা গেলে নারায়ণগঞ্জকে জঙ্গিমুক্ত এলাকা হিসেবে নিশ্চিত করতে পারব।

পরে পুলিশ এবং স্থানীয়রা বাড়িতে বাড়িতে গিয়ে ভাড়াটে নিবন্ধন কাজ শুরু করেন এবং ‘জঙ্গিবাদকে না বলুন’ এ স্লোগানসমৃদ্ধ লিফলেট বিতরণ করেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৭ আগস্ট জঙ্গিনেতা তামিমসহ তিনজন শহরের পাইকপাড়া এলাকায় নিহত হন।

(ঢাকাটাইমস/১মে/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :