শেরপুরে আইনজীবীদের আদালত বর্জনের ঘোষণা

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ মে ২০১৭, ১৮:২৬

শেরপুরের জেলা জজ কিরণ শংকর হালদারের ‘স্বেচ্ছাচারিতা’ এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নেছা খানমের বিরুদ্ধে অসৌন্যমূলক আচরণের অভিযোগ এনে এর প্রতিবাদে জেলা জজ আদালত অনির্দিষ্টকালের জন্য এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এক মাসের জন্য বর্জনের ঘোষণা দিয়েছে জেলা আইনজীবী সমিতি।

মঙ্গলবার দুপুরে আইনজীবী সমিতির এক জরুরি সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে সমিতির সাধারণ সম্পাদক এমকে মোরাদুজ্জামান এক লিখিত সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩০ এপ্রিল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নেছা খানমের আদালত আইনজীবী সমিতির সভাপতি একেএম মোসাদ্দেক ফেরদৌসীর সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। পরবর্তী সময়ে বিষয়টি নিরসনের জন্য চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান উদ্যোগ গ্রহণ করেন। কিন্তু জেলা জজ কিরণ শংকর হালদারের স্বেচ্ছাচারিতায় উভয় পক্ষের মীমাংসা ভেস্তে যায় এবং দুই পক্ষকেই মুখোমুখি অবস্থানে দাঁড় করায়। এর প্রতিবাদে আইনজীবীরা এই কর্মসূচি ঘোষণা করেছেন।

(ঢাকাটাইমস/০২মে/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :