কিশোরগঞ্জে শিশু হত্যায় চারজনের মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ মে ২০১৭, ১৫:৫৪ | প্রকাশিত : ০৩ মে ২০১৭, ১৪:৪৫

কিশোরগঞ্জে টুটুল নামে একটি শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।

বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আওলাদ হোসেন ভূঁঞা এ রায় দেন।

আসামিরা হলেন পাকুন্দিয়া উপজেলার চরকাউনা নয়পাড়া গ্রামের দুলাল, সোহাগ, আমিনুল ও ডালিম। রায় ঘোষণার সময় তাদের সবাই আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে বলা হয়, আসামিরা ২০১৪ সালের ১২ আগস্ট চরকাউনা নয়পাড়া গ্রামের মো. কামাল উদ্দিনের ১০ বছর বয়সী ছেলে সাকিবুল হাসান টুটুলকে অপহরণ করে। পরে তারা কামালের মোবাইলে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দুইদিন পর বাড়ির পাশের একটি ঝোপ থেকে টুটুলের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় টুটুলের বাবা বাদী হয়ে ওই দিনই চারজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

(ঢাকাটাইমস/০৩মে/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :