মেহেরপুরে ধানক্ষেতে মেছো বাঘের বাচ্চা

প্রকাশ | ০৩ মে ২০১৭, ২৩:১৪

মেহেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

এখন তো বন বাঁদারেই বাঘের দেখা মেলা ভার। তার ওপর চলে আবার বাঘ শিকার। এমন দুর্দিনে মেহেরপুরের একটি ধানক্ষেতে পাওয়া গেল একটি মেছো বাঘের বাচ্চা।

কদর আলী নামের এক কৃষক ক্ষেতে কাজ করতে গিয়ে বাচ্চাটি দেখতে পান। পরে সেটিকে খাঁচায় বন্দি করেন। খাঁচায় বন্দি বাঘের বাচ্চাটিকে একনজর দেখতে ভিড় করতে থাকেন সব বয়সি মানুষ। 

এদিকে খবর পেয়ে মেছো বাঘের বাচ্চাটি উদ্ধার করে বুধবার দুপুরের দিকে ছেড়ে দিয়েছে স্থানীয় বণ বিভাগ। 

স্থানীয়রা জানান, গাংনী উপজেলার হেমায়েতপুর মাঠে ক্ষেতের ধান কাটার সময় ডোরাকাটা আকৃতির মেছো বাঘের বাচ্চাটিকে বাঘ ভেবে হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে কৃষক কদর আলী। পরে আহত অবস্থায় সেটিকে ধরে বাড়িতে নিয়ে আসেন। স্থানীয়দের ধারণা, যেহেতু বাচ্চা পাওয়া গেছে, আশে পাশের জঙ্গলে হয়তো মা বাঘও থাকতে পারে।

(ঢাকাটাইমস/০৩মে/প্রতিনিধি/ইএস