নবীনগরে ৪ দিনে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু

প্রকাশ | ০৫ মে ২০১৭, ১২:০২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় চার দিনের ব্যবধানে চার শিশুর মৃত্যু হয়েছে।

উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের চারপাড়া গ্রামে বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে লামিয়া (২) নামে এক শিশু মারা গেছে। সে ওই গ্রামের কামরুল ইসলামের মেয়ে।

বাড়ির লোকজনের অগোচরে বৃহস্পতিবার সকালে লামিয়া পুকুর পাড়ে খেলা করতে গিয়ে পানিতে পড়ে তলিয়ে যায়। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় নবীনগর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা. সৈয়দ দেলোয়ার হোসেন তাকে মৃত ঘোষণা করে।

বুধবার সন্ধ্যায় মোল্লা গ্রামের মোর্শেদ মিয়ার ছেলে নিরব (৩), মঙ্গলবার দুপুরে পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের ইউনুস মিয়ার ছেলে ইয়ামিন (২), সোমবার বিকালে উদয়ন কিন্ডার গার্ডেনের ছাত্র নবীনগর সরকারি কলেজের পুকুরে ডুবে রছুল্লাবাদ গ্রামের জসিম উদ্দিনের ছেলে ইসরাফিল (৫) মারা যায়।

এ নিয়ে গত চারদিনে পানিতে ডুবে নবীনগর উপজেলায় চার শিশুর মৃত্যু হয়েছে।

তাদের আশঙ্কাজনক অবস্থায় নবীনগর সদর হাসপাতালে নিয়ে এলে  চিকিৎসক মৃত ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/৫মে/প্রতিনিধি/এলএ)