মদনে কেউ পাস না করা দুই স্কুল চালান একজনই

প্রকাশ | ০৫ মে ২০১৭, ১৫:৩৭

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

এসএসসি পরীক্ষায় নেত্রকোণার মদনে দুইটি বিদ্যালয়ের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। প্রতিষ্ঠান দুটি দল হচ্ছে-মদন আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজ এবং ধোবাওয়ালা কারিগরি বিদ্যালয়

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ জানান, মদন পৌর শহরে স্থাপিত আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম গাজীই আবার তার গ্রামের বাড়ি উপজেলার তিয়শ্রী ইউনিয়নের ধোবাওয়ালায় ২০০৪ সালে স্থাপন করেন ধোবাওয়ালা কারিগরি বিদ্যালয়। এই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের তিনি সভাপতি। দুইটি প্রতিষ্ঠানই রফিকুল ইসলাম গাজী চালাচ্ছেন বলে জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।

রফিকুল ইসলাম গাজী জানান, চলতি এসএসসি পরীক্ষায় মদন আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজ থেকে ৫৯ জন এবং ধোবাওয়ালা কারিগরি বিদ্যালয় থেকে ৩৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। বৃহস্পতিবার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়।

রফিকুল ইসলাম গাজী বলেন, ‘এভাবে সবার ফেল করার কথা না। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ফেল দেখাচ্ছে। মনে হয় কোথাও কোন ভুলের কারণে এরকম ফেল দেখাচ্ছে।’

রফিকুল বলেন, ‘গ্রামের বাড়ির বিদ্যালয়টি পাঠদানের অনুমতি পেয়েছি। এখনও কোন শিক্ষক নিয়োগ দেইনি। তিনজন শিক্ষক খণ্ডকালীন শিক্ষকতা করেন। আপাতত এভাবেই চালাচ্ছি।’

একটি টিনের ঘর আছে। তাতে বেঞ্চ-টেবিল রাখা আছে। এভাবেই চলছে ধোবাওয়ালা কারিগরি বিদ্যালয়

একজনের হাতে চালানো দুইটি শিক্ষালয়েরই এই অধঃপতন নিয়ে জানতে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়ালিউল্লাহর মুঠোফোনে বেশ কয়েকবার কল করলেও তিনি সাড়া দেননি।

ঢাকাটাইমস/০৫মে/প্রতিনিধি/ডব্লিউবি