চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টি, আমের ব্যাপক ক্ষতি

প্রকাশ | ০৫ মে ২০১৭, ২০:৫৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন স্থানে শিলাবৃষ্টিতে আম ও পাকা ধানসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে হঠাৎ শিলাবৃষ্টি শুরু হয়। প্রায় ১০ মিনিটের শিলাবৃষ্টিতে ছোট ছোট আমের ক্ষতি হয়েছে। এতে করে আমগুলো নষ্ট হয়ে পঁচে যাবার আশঙ্কা রয়েছে।

এদিকে, মাঠে পাকা বোরো ধানসহ বিভিন্ন ধরনের ফসলের ক্ষতি হয়।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. জাহাঙ্গীর ফিরোজ জানান, সদর উপজেলার বারঘরিয়া, মহারাজপুর ও রানিহাটি ইউনিয়নে ব্যাপক শিলাবৃষ্টি এবং ঝিলিম, বালিয়াডাঙ্গা, সুন্দরপুর, চরবাগডাঙ্গা, শাহজাহানপুর, আলাতুলি, দেবীনগর ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন স্থানে আংশিক শিলাবৃষ্টিতে আম ও পাকা ধানসহ অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে।

তিনি জানান, এ পর্যন্ত ১৫ ভাগ আম ও ৫ ভাগ পাকা ধানের ক্ষতি হয়েছে।

(ঢাকাটাইমস/৫মে/প্রতিনিধি/এলএ)