আগে কদর ছিল এখন নেই

প্রকাশ | ০৫ মে ২০১৭, ২২:১৬ | আপডেট: ০৫ মে ২০১৭, ২২:১৯

টাঙ্গাইল প্রতিনিধি, ঢাকাটাইমস

আগে কদর ছিল, এখন দেখার কেউ নেই। দীর্ঘ আট বছর ধরে বাসাইল উপজেলা কমপ্লেক্সের পশ্চিম উদ্যানে পড়ে রয়েছে সরকারি একটি জিপ গাড়ি। নীল রংয়ের এই গাড়িটি উপজেলার বড় কর্তাসহ অন্যরা ব্যবহার করতেন। অযত্ন অবহেলার কারণে দামি এই জিপটি নষ্ট হচ্ছে। মরিচা ধরেছে, নেম-প্লেটটিও নেই। জিপের ভেতরে এখন থাকার জায়গা হয়েছে কুকুর-বিড়ালের।   

সর্বশেষ ২০০৯ সালে উপজেলা পরিষদের নির্বাচনের পূর্ব পর্যন্ত গাড়িটি তৎকালীন ইউএনও ব্যবহার করতেন। উপজেলা পরিষদের নির্বাচনের পর গাড়িটি পরিষদের চেয়ারম্যানের হয়ে যায়। ইউএনও পেয়ে যান বর্তমানে ব্যবহৃত লাল-খয়েরি রংয়ের বিলাসবহুল গাড়ি। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান বর্তমানে ব্যবহৃত সবুজ রংয়ের আধুনিক গাড়ির যাত্রী হন। তার পর থেকেই পুরনো মডেলের এই নীল জিপ গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

উপজেলা নির্বাহী অফিসার সায়মা আক্তার বলেন, বাসাইলে আমি নতুন এসেছি। বিষয়টি আমার নজরেও এসেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/৫মে/প্রতিনিধি/জেডএ)