খাগড়াছড়িতে মাটিচাপা দেয়া বৃদ্ধকে জীবিত উদ্ধার

প্রকাশ | ০৬ মে ২০১৭, ১২:০৬ | আপডেট: ০৬ মে ২০১৭, ১২:০৬

খাগড়াছড়ি প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মাটিচাপা দেয়া এক বৃদ্ধকে জীবিত উদ্ধার করা হয়েছে। তার নাম আমান উল্লাহ। মাটিরাঙ্গা উপজেলার ওই বৃদ্ধকে উদ্ধারের সময় তার হাত-পা বাধা ও মুখে কসটেপ লাগানো ছিল।

শুক্রবার রাত নয়টার দিকে উপজেলার ছোটমেরুং হাজাছড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

আমান উল্লাহ উপজেলার শান্তিপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, রাতে ছোটমেরুং মাইনী নদীর পূর্ব পাড়ে হাজাছড়া যাওয়ার রাস্তার পার্শ্বে কে বা কারা আমান উল্লার হাত-পা বৈদ্যুতিক তার দিয়ে বেঁধে ও মুখে কসটেপ দিয়ে নদীর পাড়ে মাটিতে পুঁতে রাখে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে দীঘিনালা হাসপাতালে ভর্তি করায়।

কে বা কারা তাকে মাটিচাপা দিয়েছে কারো কাছ থেকে সেই তথ্য পাওয়া যায়নি। তার সঙ্গে কারো পূর্ববিরোধ ছিল কি না তাও জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানার উপপরিদর্শক মো. ফয়জুল করিম জানান, ওই বৃদ্ধকে উদ্ধারের সময় তার হাত-পা বাঁধা ও মুখে কসটেপ লাগানো ছিল। তাকে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের ধরতে অভিযান চালানো হবে।

ঢাকাটাইমস/৬মে/প্রতিনিধি/এমআর