ঢাকার শিশু রিফাত এখন গাইবান্ধায়

প্রকাশ | ০৭ মে ২০১৭, ২২:১২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

গাইবান্ধায় রিফাত (১০) নামের একটি ফুটফুটে শিশু পাওয়া গেছে। রবিবার সকাল ১০টায় শিশুটি গাইবান্ধা রেল স্টেশন থেকে তন্দ্রাচ্ছন্ন ভাব নিয়ে হাঁটতে হাঁটতে ইসলাম প্লাজা মার্কেটের সামনে এসে এলোমেলোভাবে ঘুরতে থাকে। এসময় এক দোকান কর্মচারী ছেলেটিকে কাছে ডেকে তার নাম পরিচয় জানতে চাইলে সে এলোমেলো উত্তর দিতে থাকে। পরে ব্যবসায়ী ইকবাল ছেলেটিকে একটি দোকানে রেখে কিছু খেতে দিয়ে ঘুমানোর ব্যবস্থা করেন।

ঘুম থেকে উঠার তাকে নাম ঠিকানা বলতে বললে সে জানায় একটি অপরিচিত লোক তাকে প্রথমে গাড়িতে পরে ট্রেনে করে গাইবান্ধায় নিয়ে আসে। তার বাবার নাম শাহেদ। ঢাকা কমলাপুর রেল স্টেশনের কাছে তাদের বাড়ি। তার বাবা রিকশা চালান বলে জানায়। এর বেশি রিফাত আর কিছুই বলতে পারছে না।

ইসলাম প্লাজা মার্কেটের ব্যবসায়ীদের ধারণা শিশুটি পাচারকারী চক্রের হাতে পড়েছিল। পরে ব্যবসায়ীরা পৌর কাউন্সিলর কামাল আহমেদের মাধ্যমে শিশুটির ব্যাপারে সদর থানা পুলিশকে অবহিত করেন।

এ ব্যাপারে মোবাইলে সদর থানার ওসি একে এম মেহেদির সাথে কথা বললে

তিনি জানান, বিষয়টি জেনেছি, এ ব্যাপারে কেউ এখন পর্যন্ত লিখিত অভিযোগ

করেনি। ছেলেটি এখন পর্যন্ত ইসলাম প্লাজার ব্যবসায়ীদের কাছে রয়েছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/০৭মে/ইউএস/জেবি)