‘ফেইসবুক রানী’ জাহানারা

প্রকাশ | ০৮ মে ২০১৭, ১১:০৩ | আপডেট: ০৮ মে ২০১৭, ১১:১১

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
ছবি: জাতীয় দলের জার্সিতে জাহানারা।

যেখানে বাকি সতীর্থদের খুঁজে পাওয়া দুষ্কর, সেখানে শতভাগ সক্রিয় জাতীয় নারী দলের তারকা ক্রিকেটার জাহানারা আলম। ফেইসবুকের সঙ্গে তার মেলবন্ধনটা দারুণ। নিয়মিত ছবি শেয়ার, স্ট্যাটাস থেকে শুরু করে ফেইসবুক লাইভেও দেখা যায় এই টাইগ্রেসকে।

এখনেই শেষ নয়, ভক্তদের কমেন্টের রিপ্লাইও দেন জাহানারা। এতকিছু করতেই পারেন জাহানারা। কারণ নারী ক্রিকেটারদের মধ্যে একমাত্র জাহানারার ফেইসবুক পেইজই ভেরিফাইড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জাহানারার মোট ফেইসবুক সমর্থক ১ লক্ষ ৫৮ হাজার ৭৫১ জন।

ক্রিকেট জাহানারার অস্তিত্বে মিশে আছে। পাশাপাশি অভিনয়েও দেখা গেছে তাকে। গত বছরের ২৭ আগস্ট প্রথমবারের মতো অভিনয়ে নাম লেখান জাহানারা আলম। ‘লাইফ ইজ বিউটিফুল’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় পা রাখেন সাবেক এই বাংলাদেশি অধিনায়ক। কাজ করেছেন একাধিক বিজ্ঞাপন চিত্রে।

 

ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার জাহানারা। দলের প্রয়োজনে ব্যাট হাতেও আলো ছড়ান তিনি। দেশের জার্সিতে অভিষেক হওয়ার পর এখন পর্যন্ত ২৮ ওডিআই এবং ৩৩টি টি-টোয়েন্টি খেলেছেন। ২০১০ সালে চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে রৌপ্য পদক ঝুলিতে পুরেন জাহানারা।

(ঢাকাটাইমস/০৮মে/জেইউএম)