ফরিদপুরে রবীন্দ্র ও নজরুল জয়ন্তী উদযাপিত

প্রকাশ | ০৮ মে ২০১৭, ২০:১০

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরে রবীন্দ্র ও নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি জেলা শাখার আয়োজনে সম্মেলন কক্ষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এ জয়ন্তী পালন করা হয়। এসময় বিভিন্ন প্রতিযোগিতায় ২৪ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরাদুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক উম্মে সালাম তানজিয়া।

সভায় আরও উপস্থিত ছিলেন এনডিসি মো. পারভেজ মল্লিক, নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কান্তি শীল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিমল চন্দ্র মন্ডল, বাংলাদেশ শিশু একাডেমি জেলা সংগঠক আজিজুল হক, বাংলাদেশ শিশু একাডেমি জেলা সদস্য কাজী গোলাম মহিউদ্দিন, আমিনুর রহমান ফরিদ, আবু সুফিয়ান চৌধূরী কুশল, সিরাজী কবির খোকনসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।

(ঢাকাটাইমস/০৮মে/সাজ্জাদ/জেবি)