এফডিসিতে কেউ নিরাপদ থাকবে না

মাহমুদ উল্লাহ, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ মে ২০১৭, ১৭:২২ | প্রকাশিত : ০৯ মে ২০১৭, ১৬:২১

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শাকিব খানের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবু আশঙ্কা করছেন এর বিচার না হলে এফডিসিতে চলচ্চিত্রাঙ্গনের কেউ নিরাপদ থাকবে না। শিল্পী সমিতির চলমান দায়িত্বে থাকা একজন সভাপতিকে তারই কার্যালয়ে এভাবে লাঞ্ছিত করা চলচ্চিত্র ও চলচ্চিত্রের সবার অপমান বলেও প্রশ্ন তুলেছেন তিনি।

গত মে শিল্পী সমিতির নির্বাচনে ভোট গণনার সময় কারচুপির গুঞ্জন শুনে সেখানে গিয়েছিলেন শাকিব। কিন্তু কিছু লোক তার ওপর হামলার চেষ্টা করলে তিনি সেখানে থেকে দ্রুত চলে যান। এ সময় পেছন থেকে তাকে ধাওয়া ও জুতা-ইটপাটকেল ছোড়ে কেউ কেউ।

বাংলাদেশের একজন নামী চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির এ ঘটনার প্রতিবাদে তার ফেসবুকে একটি স্ট্যাটাসে বলেন, শাকিব অন্যায় করলে তাকে শাস্তি দেয়া যায়। কিন্তু তার মতো একজন সুপারস্টারকে এভাবে আঘাত করা কেন। তার ওপর এ ঘটনায় চলচ্চিত্রের কোনো সংগঠন তার পাশে না দাঁড়ানোয় বিস্মিত বাবু। অথচ শাকিবের একটি বক্তব্যের প্রতিবাদে তাকে শাস্তি দিতে ১৩টি সংগঠন এক হয়ে নেমেছিল।

বাবু লেখেন, ‘একটা জিনিস আমার মাথায় আসে না। সংরক্ষিত এলাকায় শিল্পী সমিতির নির্বাচনের রাতে সমিতির রানিং সভাপতি শাকিব খানের উপর আক্রমণ করা হলো, লাঞ্ছিত করা হলো। শারীরিকভাবে আহত করা হলো, তার জন্য কেউ কিছুই বলল না? শিল্পী সমিতি কোনো স্টেটম্যান্ট দিল না? উপস্থিত পুলিশ কিছু করল না? “বেকার” শব্দটার অবৈধ ব্যবহারের জন্য ১৩ সমিতি এক হলাম আমরা শাকিব খানের বিরুদ্ধে, অথচ আমাদের সুপারস্টারের গায়ে হাত দেবার জন্য কেউ কোনো স্টেটম্যান্ট দিতে পারলাম না! তার পাশে দাঁড়াতে পারলাম না! কোনো পদক্ষেপ নিতে পারলাম না আক্রমণকারীদের বিরুদ্ধে! সমস্যা কোথায়?’

তিনি আরো লেখেন, ‘আমি কি ধরে নিব যে এফডিসিতে একজন সুপারস্টারের গায়ে হাত দেয়া তাহলে বৈধ? শাকিব খান অনেক পরিচালকের মেধা ও চিন্তা-চেতনার উপর ভর করে আজ সুপারস্টার হয়েছেন। তার অপমান কি চলচ্চিত্রের অপমান নয়? চলচ্চিত্রের সবার অপমান নয়? শাকিব খানের অন্যায়ের জন্য যদি আমরা প্রতিবাদ করতে পারি, তাকে শাস্তি দিতে পারি তাহলে তাকে যখন আঘাত করা হচ্ছে তখন আমরা তার পাশে দাঁড়াতে পারি না কেন? আঘাত রুখতে পারি না কেন? আমাদের বাধা কোথায়? শাকিব খান আমার শত্রু হতে পারেন, উনাকে আমি পছন্দ নাও করতে পারি, কিন্তু তাই বলে কোনো প্রকার উস্কানি ছাড়া তাকে আমি শারীরিকভাবে লাঞ্ছিত করব? এটা কোন ধরনের আচরণ? লোকটাকে মারার জন্য তার গায়ে হাত দিব? ফ্লাইং কিক দিব? শার্ট ছিড়ে ফেলব? কিলঘুসি দিব?’

মধ্যরাতে এফডিসিতে শাকিবের ওপর হামলার ঘটনার তদন্ত চেয়ে বাবু লেখেন, ‘আসল ঘটনা জানতে চাই। সবাই শিল্পী সমিতির সদস্য ছিলেন সেখানে। কেউ অপরিচিত নন। আমি চাই যারা দোষী তাদের বিরুদ্ধে চলচ্চিত্র পরিবার এক হোক। নয়তো আজ বাদে কাল এফডিসিতে আমি, আপনি, আমার পরিবার, চলচ্চিত্র পরিবারের কেউ নিরাপদ থাকবেন না।’

প্রসঙ্গত, সালমান শাহ অভিনীত চলচ্চিত্র ‘তুমি আমার’ এর কাহিনীকার হিসেবে আবদুল্লাহ জহির বাবু চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন। ছবিটি পরিচালনা করেছিলেন তারা বাবা জহিরুল হক। যিনি ঢাকাই চলচ্চিত্রের একজন গুণি ও বিখ্যাত পরিচালক ছিলেন। ফলে ছোটবেলা থেকেই বাবু চলচ্চিত্র সংক্রান্ত কর্মকান্ডের সাথে পরিচিত হওয়ার সুযোগ লাভ করেছিলেন। আবদুল্লাহ জহির বাবু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে এম এ ডিগ্রি অর্জন করেছেন। এ পর্যন্ত তিনি প্রায় তিনশো এর মতো চলচ্চিত্রের কাহিনী লিখেছেন।

(ঢাকাটাইমস/৯মে/এমইউ/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :