বরগুনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

বরগুনা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ মে ২০১৭, ১৯:১১

বরগুনায় স্ত্রীকে হত্যার দায়ে মো. আ. জলিল নামে এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহা. আবু তাহের এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আ. জলিল বরগুনার পাথরঘাটার বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, মালতী রানী (২২) নামের ঢাকার এক গার্মেন্টস কর্মীকে ২০০৩ সালে বিয়ে করে বরগুনার পাথরঘাটায় নিয়ে আসে জলিল। এর কিছু দিন পর ২০০৩ সালের ২৪ জুলাই মালতী রানীকে কুপিয়ে হত্যা করেন। পরে লাশ বস্তায় ভরে বাড়ির পাশের একটি নির্জন স্থানে মাটিতে পুতে রাখেন।

এর কয়েকদিন পর শিয়াল-কুকুর ওই গর্ত খোঁড়াখুঁড়ি করলে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা একটি মানুষের মৃতদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে এ ঘটনায় পুলিশ জলিল এবং তার বোন নাজমা বেগমকে গ্রেপ্তার করে। পরে জলিল স্বীকারোক্তিমূলক এবং নাজমা বেগম প্রত্যক্ষদর্শী হিসেবে আদালতে স্বাক্ষ্য দেন।

পরে এ মামলার তদন্তকারী কর্মকর্তা ২০০৪ সালের ৮ এপ্রিল মালতী রানীকে অজ্ঞাত উল্লেখ করে সাত জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ দিনের বিচারিক কার্যক্রম শেষে আদালত মঙ্গলবার দুপুরে মালতী রানীর স্বামী আ. জলিলকে ফাঁসির আদেশ দিয়ে বাকি আসামিদের খালাস প্রদান করেন।

রাষ্টে পক্ষে মামলাটি পরিচালনা করেন বরগুনা অতিরিক্ত পারলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আকতারুজ্জামান বাহাদুর এবং আসামি মামলাটি পরিচালনা করেন অ্যাভোকেট মো. তোফাজ্জেল হোসেন কিসলু।

(ঢাকাটাইমস/০৯মে/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :