বান্দরবানে বুদ্ধ পূর্ণিমায় বর্ণাঢ্য শোভাযাত্রা

বান্দরবান প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ মে ২০১৭, ১১:৪৮

বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে পালিতে হয়েছে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ এই ত্রি-স্মৃতি বিজরিত বুদ্ধ পূর্ণিমা।

বুধবার সকালে বান্দরবান রাজবাড়ী মাঠ এলাকা থেকে বিশ্বশান্তি কামনায় এক মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। পরে সেটি রাজগুরু বৌদ্ধ বিহারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে প্রার্থনা ও বোধি বৃক্ষমূলে চন্দন জল সিঞ্চনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

সেখানে পঞ্চশীল ও অষ্টশীল প্রার্থনায় অংশ নেন বিহারের দায়ক-দায়িকারা ও পূজারিরা। এতে ধর্ম দেশনা দেন স্বর্ণমন্দির প্রতিষ্ঠাতা ও রাজগুরু বিহারাধ্যক্ষ শ্রীমৎ উ পঞঞা জোত মহাথের।

ধর্ম দেশনায় বান্দরবানের বাইরেও বিভিন্ন জেলা ও উপজেলার বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেন। দেশনা শেষে মহাবোধি বৃক্ষমূলে চন্দন জল সিঞ্চন করেন দায়ক-দায়িকারা।

এছাড়া জেলার বিভিন্ন উপজেলাতেও অত্যন্ত জাকজমকপূর্ণভাবে পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা।

ঢাকাটাইমস/১০মে/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :