রাঙামাটিতে বৈশাখী পূর্ণিমায় নানা আয়োজন

প্রকাশ | ১০ মে ২০১৭, ১১:৫৮ | আপডেট: ১০ মে ২০১৭, ১১:৫৯

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস

রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বৈশাখী পূর্ণিমা। এই পূর্ণিমায় বৌদ্ধধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম ও বুদ্ধত্ব লাভ এবং মহা পরিনির্বাণ করায় বৌদ্ধদের কাছে দিবসটি খুবই গুরুত্বপূর্ণ।

দিনটি উপলক্ষ্যে বুধবার সকাল আটটায় রাঙামাটির রাজবন বিহারে শোভাযাত্রার মধ্যে দিয়ে বৈশাখী পূর্ণিমা উদপানের কর্মসূচি শুরু হয়। শোভাযাত্রা শেষে সকাল সাড়ে আটটায় করা হয় বুদ্ধ পুজা। এরপর শুরু হয় পঞ্চশীল গ্রহণ, সংঘ দান, অষ্ট পরিষ্কার দানসহ নানান দানকার্য।

এতে হাজারো বৌদ্ধ নর-নারী অংশ নেন। এ সময় তারা বৌদ্ধ সংগীত পরিবেশন এবং ভগবান বুদ্ধের স্মরণ এবং তার বানী উচ্চারণ করেন।

বৌদ্ধ ধর্ম অনুসারে প্রত্যক পূর্ণিমাকে বুদ্ধ পূর্ণিমা বলা হলেও বৈশাখ মাসের এই পূর্ণিমাকে বলা হয় বৈশাখী পূর্ণিমা। এই পূর্ণিমায় বৌদ্ধধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম লাভ, কঠোর তপস্যার পর এই পূর্ণিমায় বুদ্ধত্ব লাভ এবং মহা পরিনির্বাণ লাভ করায় বৌদ্ধ কাছে এই দিনটি বেশ গুরুত্বপূর্ণ।

বৈশাখী পূর্ণিমা উপলক্ষে পুরো রাজবন বিহার এলাকা সাজানো হয়েছে। সন্ধ্যায় শালবন বিহারে হাজার প্রদীপ প্রজ্জ্বলন এবং ফানুস উড়ানো হবে।

ঢাকাটাইমস/১০মে/প্রতিনিধি/এমআর