পবিত্র শবে বরাতে কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের দোয়া মাহফিল

প্রকাশ | ১১ মে ২০১৭, ২৩:২২

ফরিদপুর থেকে জহির রায়হান ও মুজাহিদুল ইসলাম নাঈম

ফরিদপুরের আলফাডাঙ্গায় পবিত্র শবে বরাত উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল করেছে সমাজ সেবামূলক সংগঠন কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন।  বৃহস্পতিবার বাদ আছর উপজেলার কামারগ্রামে বেগম শাহানারা একাডেমি প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট সমাজ সেবক, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকাটাইমস’ ও জাতীয় সাপ্তাহিক ‘এই সময়’ সম্পাদক আরিফুর রহমান দোলন  দোয়া মাহফিলেসভাপতিত্ব করেন।  তিনি কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।

দোয়া অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের শহিদদের রুহের মাগফেরাত কামনা করা হয়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করা হয়। এছাড়া জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে এই কামনায় উপস্থিত হাজারো ধর্মপ্রাণ মুসলমানরা দোয়া করেন। 

কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফুর রহমান দোলনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম, আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান জালাল উদ্দিন আহমেদ, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ শওকত হোসেন, আলফাডাঙ্গা আদর্শ কলেজের অধ্যক্ষ মোরশেদুর রহমান তাজ, গোপালপুর দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট মাওলানা আব্দুস ছামাদ প্রমুখ। মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা আবুল খায়ের।

অনুষ্ঠানে আরিফুর রহমান দোলন বলেন, ‘আজকের রাতকে বলা হয় ভাগ্যরজনী। এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভাগ্য নির্ধারণ করবেন। এই মহতী রাতে আমরা দোয়া করবো আল্লাহ যেন এই দেশকে ভালো রাখেন। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মুক্ত রাখেন। বিশেষ করে জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আল্লাহ সুস্থ রাখেন। ভালো রাখেন।’ তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি যেন অব্যাহত থাকে-এই দোয়া করছি। উন্নয়নের জন্য আওয়ামী লীগ সরকারকে বারবার দরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন আগামী নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারেন, এই কামনা করছি।’

দোয়া মাহফিলে ঢাকাটাইমস সম্পাদক বলেন, ‘আজ রাতে আমারা সবাই আল্লাহর কাছে দোয়া করব, কান্নকাটি করব। আমরা সবাই যেন আল্লাহর কোরআন ও রাসুলের হাদিসের বিধান মতে চলতে পারি। আমরা যদি আল্লাহর বিধান অনুযায়ী চলতে পারি তাহলে আমাদের মাঝে যে হানাহানি, ভেদাভেদ, রেষারেষি, অভাব, অভিযোগ আছে তার কিছুই থাকবে না।’

আরিফুর রহমান বলেন, নামাজ, ‘রোজা, হজ, যাকাত আমরা যদি এগুলো অনুসরণ, প্রতিপালন করতে পারি তাহলে আর আমাদের জীবনে কোনো সমস্যা থাকার কথা না। কিন্তু পার্থিব নানা আকর্ষণে আমরা সেটা পালন করতে পারি না। ইসলামের মূল্যবোধকে যথাযথভাবে পালন করতে পারি না। আমারা যেন ইসলামের অনুসাশনগুলো পালন করতে পারি।’

তিনি বলেন, ‘সবাই মিলেমিশে ভালো কাজ করে দুনিয়াতে এবং আখেরাতে ভালো থাকতে পারি। আপনারা আজকে সবাই সবারর জন্য দোয়া করবেন। পরিবারের জন্য, এলাকাবাসীর জন্য, দেশবাসীর জন্য দোয়া করবেন। যেন সবাই সুস্থ থাকি। ভালো থাকি।’

ঢাকাটাইমস সম্পাদক নিজের জন্য দোয়া চেয়ে বলেন, ‘আপনারা শুনেছেন, আগামী শনিবার আমরা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন করব। পরবর্তীতে আমরা বোয়ালমারী ও মধুখালীতেও করব।’

দোলন আরও বলেন, ‘অচিরেই এই তিনটি উপজেলায় পাবলিক লাইব্রেরি করতে যাচ্ছি। আলফাডাঙ্গায় যেটি হবে সেটির নাম হবে বঙ্গবন্ধু পাবলিক লাইব্রেরি, বোয়ালমারীতে যেটি হবে সেটির নাম হবে শেখ রাসেল পাবলিক লাইব্রেরি এবং মধুখালীতে যেটি হবে সেটির নাম হবে বেগম ফজিলাতুন্নেসা পাবলিক লাইব্রেরি। এসব লাইব্রেরিতে অন্যান্য সব বইয়ের সঙ্গে ইসলামি বইও থাকবে। আপনারা আমার জন্যও দোয়া করবেন, যাতে এ কাজগুলো ভালোভাবে সম্পাদন করতে পারি।’

কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ শওকত হোসেন কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফুর রহমান দোলন ইতোমধ্যে তিনি বিভিন্ন প্রাতিষ্ঠানিক উন্নয়ন আমাদের এ অঞ্চলে করেছেন। এলাকার প্রতিটি উন্নয়নমূক কর্মকাণ্ডে তিনি জড়িত আছেন। ইতোমধ্যে তিনি তিনটি পাবলিক লাইব্রেরি করার উদ্যোগ নিয়েছেন। আমাদের প্রত্যন্ত অঞ্চলে তিনি তথ্য প্রযুক্তির উন্নয়নের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করছেন। এ জন্য তাকে ধন্যবাদ ও সাধুবাদ জানাই।’

দোয়া মাহফিলে উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১১মে/প্রতিনিধি/জেআর/জেডএ)