খাগড়াছড়িতে বাবা-ছেলেকে গুলি করে হত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ মে ২০১৭, ১৪:১৮

খাগড়াছড়ি সদর উপজেলার এক বাড়িতে হামলা চালিয়ে বাবা ও ছেলেকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরও দুইজন।

হামলার পর থেকে ওই পরিবারের সাত বছরের এক শিশু নিখোঁজ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাতে দেবতাপুকুর থলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন - থলিপাড়ার চিরঞ্জিত ত্রিপুরা (৫৫) ও ছেলে কর্ণ ত্রিপুরা (৩০)।

আর আহত হয়েছেন চিরঞ্জিতের স্ত্রী ভবেলক্ষ্মী (৪৫) ও কর্ণর স্ত্রী বিজলী (২৮)।

আহত বিজলী সাংবাদিকদের জানানা, সন্ধ্যার পর তারা পরিবারের সবাই মিলে রাতের খাবার খাচ্ছিলেন।

“এ সময় ইউনিয়ন পরিষদ সদস্য কালীবন্ধু ত্রিপুরা ও ২০-৩০ জন লোক তাদের ওপর অতর্কিতে হামলা করে। হামলার পর থেকে তার ছেলে যুবরাজ ত্রিপুরাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হামলাকারীরা বাড়িঘর ভাঙচুরসহ লুটপাট করেছে।”

খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক অনুতোষ চাকমা জানান, বাবা-ছেলের মাথা ও পায়ে গুলি করা হয়েছে। মাথায় গুলি করায় তাদের মৃত্যু হয়। আহত দুইজনের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

এ ব্যাপারে সদর থানার ওসি তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, “কালীবন্ধু ত্রিপুরার সঙ্গে চিরঞ্জিত ত্রিপুরার জমির বিরোধ ছিল। নির্বাচনী বিরোধ আছে বলেও স্থানীয়রা জানিয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করছে।”

তিনি আরও জানান, অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী রাত থেকে ঘটনাস্থলসহ আশপাশের এলাকা ঘিরে রেখেছে।

রাতেই পুলিশ সুপার আলী আহমদ খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ কালীবন্ধুসহ হামলাকারীদের খুঁজছে।

(ঢাকাটাইমস/১২মে/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :