মাধবপুরে মেয়ে অপহরণ, ঢাকায় উদ্ধার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ মে ২০১৭, ১৯:১০

হবিগঞ্জের মাধবপুর থেকে অপহৃত মেয়েটিকে ঢাকায় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা যাত্রাবাড়ীর ধলপুরের একটি বাসা থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

৯ মে দুপুর ১২টার দিকে মাধবপুর পৌরশহরের বাসিন্দা রেজন আলীর কিশোরী কন্যা সেমকো সিএনজি পাম্প এলাকা থেকে অপহৃত হয়। পরে মেয়েটির বড় ভাই মোহাম্মদ আলী সন্দেহবাজন ছয়জনের নাম উল্লেখ মামলা করেন।

মামলার তদন্তকারীকারী কর্মকর্তা এসআই আকতারুজ্জামান বলেন, পুলিশ পুরাতন গরুবাজার এলাকার হাকিম মিয়া ও তার স্ত্রী পান্না বেগমকে গ্রেপ্তার করে। তাদের দেয়া তথ্যমতে, বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা যাত্রবাড়ী ধলপুর এলাকার একটি বাসা থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। তবে সেখান থেকে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ বলেন, উদ্ধার মেয়েটিকে ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দি গ্রহণের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

আদালতের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। অপহরণের সাথে জড়িতদের গ্রেপ্তারেও অভিযান চলছে।

(ঢাকাটাইমস/১২মে/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :