শরীয়তপুরে ‘দম্পতি মেলা’ রবিবার

প্রকাশ | ১২ মে ২০১৭, ২০:১০

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

সংসার জীবনে যারা সুখী তাদের জন্য সুখবর। আগামী ১৪ মে (রবিবার) শরীয়তপুর পুলিশ লাইন্স চত্বরে অনুষ্ঠিত হচ্ছে ‘দম্পতি মেলা ২০১৭’। ‘প্রেমের অনবদ্য পঙ্ক্তিমালায় রচিত হোক আপনার দাম্পত্য জীবনের অলিখিত সুখ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে এই প্রথমবারের মতো জেলা পুলিশের সহযোগিতায় ও উইমেন্স সাপোর্ট সেন্টারের আয়োজনে এ অনুষ্ঠান হচ্ছে।

মেলার আহ্বায়ক ও শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘সবাই চায় একটি সুখী ও দীর্ঘ দাম্পত্য জীবন। একে অপরের পরিপূরক হয়ে থাকা সেখানে একান্ত কাম্য। অথচ দিনবদলের সঙ্গে কমছে এর বাস্তব উদাহরণ। বেড়ে চলেছে বিবাহ বিচ্ছেদের সংখ্যা। এই বিবাহ বিচ্ছেদ ঠেকাতে ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রথমবারের মতো এই দম্পতি মেলার আয়োজন করা হয়েছে।’

তিনি বলেন, ‘শরীয়তপুর পুলিশ লাইন্স মাঠে এ মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। দম্পতি মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা কাজ করে যাচ্ছি। মেলার আকর্ষণ হিসেবে সুখী দম্পতিদের মধ্যে সৌভাগ্যবান ২০ দম্পতিকে পুরস্কৃত করা হবে।’

এছাড়া দিনব্যাপী উন্মুক্ত মঞ্চে থাকবে গান, কবিতা আবৃত্তি, নাটক, আলোচনা সভা ও মাদকবিরোধী কনসার্ট।

দম্পতি মেলা ২০১৭ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন- বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহিদুল হক।

(ঢাকাটাইমস/১২মে/প্রতিনিধি/এলএ)