ঢাকাটাইমস-এর প্রশংসা আ.লীগ নেতাদের

প্রকাশ | ১৪ মে ২০১৭, ০৮:৩৯ | আপডেট: ১৪ মে ২০১৭, ০৮:৫৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের মূলধারার অন্যতম শীর্ষ অনলাইন সংবাদপত্র ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকম-এর পঞ্চম বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানিয়েছেন ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা। তারা ঢাকাটাইমসের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করে আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও এই পেশাদারি বজায় রেখে কাজ করতে সক্ষম হবে ঢাকাটাইমস।  

২০১২ সালের ১৪ মে প্রখ্যাত সাংবাদিক আরিফুর রহমান দোলনের সম্পাদনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকম। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বদ্ধপরিকর অনলাইন সংবাদমাধ্যমটি নিরবচ্ছিন্নভাবে পাঁচ বছর শেষ করে ছয়ে পা রেখেছে আজ।

শনিবার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার মাধ্যমে ঢাকাটাইমস ইতিমধ্যে পাঠকদের আস্থা অর্জন করেছে। আমি এ সংবাদমাধ্যমের সফলতা কামনা করি।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান বলেন, ‘ঢাকাটাইমসের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে গণমাধ্যমটির সব সংবাদকর্মী এবং সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। নিউজ পোর্টালটি যেভাবে পাঠকপ্রিয়তা পাচ্ছে, আগামী দিনেও তা বজায় থাকবে বলে আশা করি।’

দীর্ঘ পাঁচ বছরের পথচলায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার মাধ্যমে অনলাইন গণমাধ্যম জগতে ঢাকাটাইমস আলাদা জায়গা করে নিয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি এ সংবাদমাধ্যমের সঙ্গে জড়িত সবার সম্মিলিত প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে বলে মনে করেন।

খালিদ মাহমুদ বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক মূল্যবোধে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যে কাজ করছেন, তাতে ঢাকাটাইমস ভূমিকা রাখবে বলে আমি প্রত্যাশা করি।’

বিশ্বের উন্নয়নের সঙ্গে খবরাখবর প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে খালিদ মাহমুদ বলেন, ‘মানুষ আরও বেশি জানতে চায়। জেনেই তাদের সঠিক অভিমত করতে চায়। আমি মনে করি, ঢাকাটাইমস মানুষের সেই প্রত্যাশা পূরণে কাজ করছে।’ তিনি ঢাকাটাইমেসর সফলতা কামনা করেন।

(ঢাকাটাইমস/মে১৪/টিএ/এসএএফ/মোআ)