বোয়ালমারীতে রেলওয়ের জমিতে বাড়িঘর

প্রকাশ | ১৮ মে ২০১৭, ১৬:০৫

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্টেশনের ১০০ গজের মধ্যে বাংলাদেশ রেলওয়ের জমিতে রাতের আঁধারে ঘর তুলছে স্থানীয় প্রভাবশালীরা।

অভিযোগ উঠেছে, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামচুদ্দিন ঝুনু মিয়াসহ বেশ কয়েকজন সরকারি জায়গা এভাবে দখল করছেন।

সোমবার গভীর রাতে ২ হাজার ৫শ বর্গফুট ও ৯৪০ বর্গফুটের দুটি ঘর নির্মাণ করা হয় ওই জায়গায়।

সরেজমিনে দেখা গেছে, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শিবপুর মৌজার জেএল ১৫১, ৪১৪ দাগের অংশ অবৈধভাবে এ স্থাপনা নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে ফিল্ড কানুনগো মো. আকমল হোসেন বলেন, ‘ওই জায়গা কারো নামে বরাদ্দ নেই। বর্তমানে রেলওয়ের জায়গা বরাদ্দ দেয়ার সুযোগও নেই।’

রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মোবাইল ফোনে জানান, ‘আমি আমাদের আমিনকে বলেছি- অবৈধ স্থাপনা সরিয়ে ফেলার জন্য। এরপরও যদি দখলদার না সরায়, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ’

উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আরা পলি বিষয়টি দেখবেন বলে জানান।

এ ব্যাপারে অভিযুক্ত শামচুদ্দিন ঝুনু মিয়াকে মোবাইলে ফোন করা হলে পরে কথা বলবেন বলে তিনি ফোন কেটে দেন।

(ঢাকাটাইমস/১৮মে/প্রতিনিধি/এলএ)