বিএনপির গুলশান কার্যালয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ

প্রকাশ | ২০ মে ২০১৭, ০৮:৩২ | আপডেট: ২০ মে ২০১৭, ০৯:২৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। শনিবার সকালে কার্যালয়টিতে ঢুকে তল্লাশি শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুবক্কর সিদ্দিক ঢাকাটাইমসকে জানান, কার্যালয়টিতে রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড বা ডকুমেন্ট আছে কি না, তা দেখার জন্য আদালতের সার্চ ওয়ারেন্ট আছে। তার ভিত্তিতে সকাল সোয়া সাতটার পর থেকে আমরা কার্যালয়টিতে তল্লাশি চালাচ্ছি। এখনো অভিযান চলছে।

এর আগে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান ভোর থেকে কার্যালয়টি ঘিরে রাখার কথা ঢাকাটাইমসকে জানিয়েছিলেন। তবে কি জন্য হঠাৎ কার্যালয়টি ঘিরে রাখা হয়েছে তিনি তা জানাতে পারেননি।

তল্লাশির আগে কার্যালয়টির আশপাশ এলাকা ঘিরে রাখে পুলিশ। পুলিশ কার্যালয়ে থাকা ব্যক্তিদের মোবাইল নিয়ে নেয় বলে জানা গেছে। কার্যালয়ের সামনেও বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নিয়েছে। তল্লাশির কারণে জনসাধারণকে ৮৬ নম্বর সড়কে ঢুকতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

ঢাকাটাইমস/২০মে/বিইউ/এএ/এমআর